চলতি বছর ডেঙ্গুতে মৃত ১৪৯ জনের মধ্যে ১০০ জনেরই প্রাণ গেছে জুলাইয়ে

|

প্রতীকী ছবি।

গত ২৪ ঘণ্টায় মুগদা এবং কুর্মিটোলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জন মারা গেছেন। এ নিয়ে এ বছর মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪৯। তাদের মধ্যে ১০০ জনই মারা গেছেন জুলাইয়ের প্রথম ১৯ দিনে।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ২৫ হাজার মানুষ। তাদের মধ্যে ১৭ হাজার ৮১৪ জনই জুলাই মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে সরকারি এই হিসেবের চেয়ে বাস্তবে রোগীর সংখ্যা আরও বেশি।

এবার হাসপাতালে ভর্তি রোগীদের সেরে উঠতেও বেশি সময় লাগছে। মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৪১ জন। সুস্থ হয়ে বাড়িও ফিরে গেছেন ৪১ জন। ৮০০ বেডের ওই হাসপাতালে সব মিলিয়ে এখন চিকিৎসা নিচ্ছেন ২১৯ জন।

মুগদা হাসপাতালে এ সংখ্যা পাঁচ শতাধিক। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ধারণ ক্ষমতা ৫০০ বেডের। কিন্তু সেখানে রোগী আছেন ৫৮৯ জন। ১৩৫ জন চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু জ্বরের। শেষ ২৪ ঘণ্টায় নতুন আরও ৫০ জন রোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাল্টিপল অর্গান ফেইলিওরে মারা গেছেন একজন। প্রতিদিন উপসর্গ নিয়ে গড়ে ৫৫০ থেকে ৬০০ জন ডেঙ্গুর পরীক্ষা করাচ্ছেন হাসপাতালে।

এদিকে, রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. এ বি এম খুরশীদ আলম বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি এখনও মহামারি পর্যায়ে পৌঁছায়নি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply