ইতালির কাছ থেকে সামরিক সরঞ্জামাদি কেনার ব্যাপারে আলাপ আলোচনা চলছে। তবে এখনও চূড়ান্ত হয়নি এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি একথা জানান।
তিনি বলেন, ইউরোপের দেশগুলোর সাথে জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ। এছাড়া প্রধানমন্ত্রীর ইতালি সফরে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট সইয়ের সম্ভাবনা রয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব।
তিনি আরও বলেন, সফরকালে ইউরোপের ১৫ টি দেশের বাংলাদেশ মিশন প্রধানদের নিয়ে আঞ্চলিক দূত সম্মেলনে অংশ নেবেন।
এটিএম/
Leave a reply