বেলারুশে ওয়াগনার বাহিনীর উপস্থিতিতে চিন্তিত ওয়ারশ

|

ছবি: রয়টার্স

বেলারুশ সীমান্ত এলাকায় রুশ ওয়াগনার বাহিনীর উপস্থিতি দুশ্চিন্তা বাড়িয়েছে পোল্যান্ডের। মিনস্কের সেনাদের সাথে ভাড়াটে যোদ্ধাদের সামরিক তৎপরতার জেরে পূর্বাঞ্চলের সীমান্তে এক হাজারের বেশি অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ওয়ারশ। পাল্টাপাল্টি পদক্ষেপ নতুন উত্তেজনার জন্ম দেবে কি না, তা নিয়ে উঠছে প্রশ্ন।

গত শুক্রবার (১৮ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, রুশ ভাড়াটে সেনার দল ওয়াগনার গ্রুপের যোদ্ধারা বেলারুশে সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাজধানী মিনস্ক থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণে ওসিপোভিচির কাছে এই প্রশিক্ষণ চলছে।

এর জের ধরে পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় এক হাজারের বেশি অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে পোল্যান্ডও। পাল্টাপাল্টি সামরিক তৎপরতায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ পৌছেছে বেলারুশ ও পোল্যান্ড সীমান্তে। ন্যাটো সদস্য দেশটির দোরগোড়ায় ওয়াগনার যোদ্ধাদের সাথে বেলারুশের সামরিক বাহিনীর যৌথ মহড়া উত্তেজনা ছড়াচ্ছে।

বেলারুশ সীমান্তে পোল্যান্ডের অতিরিক্ত সেনা মোতায়েনের সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে রাশিয়া। পোল্যান্ডকে আগ্রাসী দেশ হিসেবে আখ্যা দিয়ে এ পদক্ষেপকে মস্কো ও মিনস্কের বিরুদ্ধে বৈরী আচরণের বহিঃপ্রকাশ বলে দাবি করছে তারা।

এদিকে, সীমান্তে বেলারুশ সেনা ও ওয়াগনারের মহড়া এবং অতিরিক্ত সেনা মোতায়েনের জেরে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মাঝেও। ধারণা করা হচ্ছে, ওয়াগনার সেনাদের উপস্থিতি অঞ্চলটিতে বড় ধরণের অস্থিতিশীলতা সৃষ্টি করবে।

প্রসঙ্গত, গত জুন মাসে নাটকীয় বিদ্রোহে ব্যর্থ হয় রাশিয়ার ওয়াগনার সেনারা। এরপর ভাড়াটে যোদ্ধাদের বেলারুশে স্থানান্তরের সুযোগ দেয় পুতিন প্রশাসন। যদিও তাদের নির্বাসনের বিষয় নিয়ে নানা মত রয়েছে আন্তর্জাতিক অঙ্গনে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply