কিলিয়ান এমবাপ্পেকে ১০ বছর মেয়াদি ১০০ কোটি ইউরোর এক প্রস্তাব দিয়েছে পিএসজি। এ প্রস্তাব মেনে নিলে ৩৪ বছর বয়স পর্যন্ত প্যারিসেই থাকবেন এই ফরাসি ফরোয়ার্ড। প্রকারান্তরে, এটা একটি ‘লাইফটাইম কনট্র্যাক্ট’। খবর ডিফেন্সা সেন্ট্রালের।
২৪ বছর বয়সী বিশ্বচ্যাম্পিয়ন এ প্রস্তাবটি গ্রহণ করলে খেলাধুলার ইতিহাসে এটাই হবে সবচেয়ে আকর্ষণীয় চুক্তি এবং ফোর্বসের (সর্বোচ্চ বেতন) তালিকায় শীর্ষে থাকার এটাই হবে এমবাপের সেরা সুযোগ।
লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যাওয়ার ঘোষণা দেওয়ার পর পিএসজিকে এমবাপ্পে জানিয়ে দেন, আগামী মৌসুমে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে আর থাকবেন না প্যারিসে। রিয়াল মাদ্রিদে খেলাটা তাঁর স্বপ্ন এবং তিনি সেখানেই যেতে চান।
এমবাপ্পের চিঠি পাওয়ার পর এবারের দলবদলে তাকে বিক্রি করতে উঠেপড়ে লেগেছিল পিএসজি। এর কারণ হলো, আগামী মৌসুমে এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড ফ্রি এজেন্ট হয়ে যাবেন। সে ক্ষেত্রে দলবদলের টাকা পাবে না পিএসজি।
অবশেষে এমবাপ্পের রিয়ালে যাওয়া ঠেকানোর হয়তো একটা উপায়ই পেয়েছে পিএসজি। অবিশ্বাস্য এক চুক্তির প্রস্তাব দিয়েই তারা নিজেদের ডেরায় বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে রেখে দিতে চাইছে।
/এএম
Leave a reply