পাইপলাইন লিকেজে লিবিয়ার আজদাবিয়া প্লাবিত

|

পাইপলাইন যন্ত্রাংশ চুরির জেরে তৈরি হলো লিকেজ। আর এতে পানিতে তলিয়ে গেলো গোটা এলাকা। যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার আজদাবিয়া এলাকায় ঘটেছে এ ঘটনা। খবর রয়টার্সের।

এতে এলাকায় বেশিরভাগ এক-দুই তলা ভবনগুলো পুরোপুরি পানির নিচে চলে গেছে। তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ। গবাদি পশুগুলোকে সুরক্ষিত রাখতে অনেকে রেখেছেন বাড়ির ছাদে। কর্তৃপক্ষ বলছে, পাইপলাইনটি একটি নদীর সাথে সংযুক্ত হওয়ায় ঘটেছে এ বিপর্যয়।

পাঁচ লাখ কিউবিক মিটার পানিতে ছড়িয়ে পড়েছে এলাকাটিতে। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে সে বিষয়েও জানাতে পারেনি প্রশাসন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply