টানা তাপপ্রবাহে নাজেহাল ইউরোপবাসী। চলতি সপ্তাহে দক্ষিণাঞ্চলজুড়ে তাপমাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। খবর বিবিসির।
বৃহস্পতিবার (২০ জুলাই) সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে স্পেনে। গরমের জেরে হাঁসফাঁস করছে জনজীবন। কিছুটা স্বস্তি পেতে সৈকত, সুইমিং পুলে মানুষের ঢল নেমেছে।
আবহাওয়াবিদরা বলছেন, চলতি সপ্তাহে ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডে অতি তীব্র তাপপ্রবাহ বিরাজ করবে। তাপমাত্রা ৫০ ডিগ্রির কাছাকাছি পৌঁছাবে বলে শঙ্কা জানানো হয়েছে। এর ফলে নানা শারীরিক সমস্যা এড়াতে সতর্ক থাকতে বলা হয়েছে বাসিন্দাদের।
স্পেন, গ্রিসসহ ইউরোপে বেশ কিছু দেশে দাবানল ছড়ানোয় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। আগামী আগস্ট মাস পর্যন্ত বৈরী এ আবহাওয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এদিকে, তীব্র গরমের কারণে বাসিন্দাদের ইতালি, স্পেন ও গ্রিস ভ্রমণের ক্ষেত্রে সতর্ক করেছে ব্রিটিশ প্রশাসন।
এসজেড/
Leave a reply