বিদেশিরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করে সুষ্ঠু অবাধ নির্বাচনের কথা বলছে এর চেয়ে লজ্জার আর কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (২১ জুলাই) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজো কমিটির এক বৈঠক শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি। জাতীয়তাবাদী সমমনা দল ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট-এনডিএম এর নেতাদের সাথে বৈঠকে এক দফার আন্দোলন নিয়ে আলোচনা হয়। এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে আসা দলের নেতারা বলেন, নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বে সমমনা জোট যে কর্মসূচি দেবে, তাতে তারা সর্বশক্তি নিয়ে অংশ নেবে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর অফিসে বসে যদি উনাকে বলা হয় আমরা নিরপেক্ষ নির্বাচন চাই, মানবাধিকার চাই, আইনের শাসন চাই, গণমাধ্যমের স্বাধীনতা চাই- আমি তো মনে করি, লজ্জা-শরম থাকলে সুইসাইড করার কথা।
/এম ই
Leave a reply