ঢাকায় আজ বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’

|

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আজ ‘তারুণ্যের সমাবেশ’ করবে বিএনপি। বিএনপির তিন অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগে চট্টগ্রাম, বগুড়া, বরিশাল, সিলেট ও খুলনায় যৌথভাবে এ সমাবেশ করেছে যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদল। ঢাকায় এটি তারুণ্যের সর্বশেষ সমাবেশ। বেলা ২টায় সমাবেশ শুরু হবে।

তরুণদের এই সমাবেশ নিয়ে গত বৃহ্স্পতিবার (২০ জুলাই) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। এরপর শুক্রবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানও পরিদর্শন করেন তারা। এদিন বিকাল থেকেই উদ্যানকে সমাবেশ-উপযোগী করার কাজ শুরু হয়। আজকের সমাবেশের মাধ্যমে রাজধানীতে তরুণদের একটি শোডাউন করতে চায় বিএনপি।

উদ্যান পরিদর্শন শেষে নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে যুব দলের সভাপতি সুলতানা সালাউদ্দিন টুকু বলেন, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যোনে তারুণ্যের সমাবেশ হবে। আমরা ডিএমপি কমিশনারের কাছে গিয়েছিলাম। মৌখিকভাবে আমাদেরকে অনুমতি দেয়া হয়েছে। আমরা মনে করি, তারা সর্বাত্মক সহযোগিতা করবেন।

সমাবেশ থেকে এক দফা আন্দোলনের দ্বিতীয় পর্বের কর্মসূচি ঘোষণা দেয়ার কথা রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

/এএম/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply