গেল ১০ দিনে উরুগুয়ের পূর্বাচঞ্চলীয় সমুদ্র সৈকতে রহস্যজনকভাবে মারা গেছে প্রায় ২ হাজার পেঙ্গুইন। ম্যাগেলানিক প্রজাতির পেঙ্গুইনগুলো মূলত আটলান্টিক মহাসাগরে মারা গিয়ে স্রোতে ভেসে এসেছে বলে জানিয়েছে দেশটির পরিবেশ মন্ত্রণালয়। খবর এএফপির।
কর্তৃপক্ষ জানায়, পানিতেই মারা গেছে প্রাণীগুলো। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে নমুনা। ধারণা করা হচ্ছে, অবৈধ মৎস্য শিকারের কারণে মারা যেতে পারে পেঙ্গুইনগুলো।
ম্যাগেলানিক প্রজাতির পেঙ্গুইনেরা সাধারণত বাসা বাঁধে দক্ষিণ আর্জেন্টিনায়। শীতকালে উঞ্চ আবহাওয়া ও খাদ্যের সন্ধানে চলে যায় উত্তরের দিকে। কখনও কখনও এরা পৌঁছে যায় ব্রাজিলের এস্পিরিটো সান্টো রাজ্যের উপকূলে।
গেল বছরও ব্রাজিলে অজানা কারণে প্রাণ হারায় বেশ কিছু পেঙ্গুইন। তবে এক সাথে এতো পেঙ্গুইনের প্রাণহানি অস্বাভাবিক বলে মনে করছেন পরিবেশবিদেরা।
এটিএম/
Leave a reply