রাশিয়া-ইউক্রেন শস্যচুক্তি বাতিল বহু মানুষের মৃত্যুর কারণ হতে পারে। এমন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। খবর রয়টার্সের।
শুক্রবার নিরাপত্তা পরিষদের বৈঠকে আলোচনা হয় কৃষ্ণ সাগর দিয়ে নিরাপদে শস্য রফতানি চুক্তি বাতিল ইস্যুতে। জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, শস্যের দাম বৃদ্ধির কারণে অনাহার ও দুর্ভিক্ষের ঝুঁকিতে দরিদ্র দেশগুলোর লাখ লাখ মানুষ। চুক্তি বাতিলের মতো পদক্ষেপে মৃত্যু হতে পারে বহু মানুষের।
নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের বৈঠকে মার্টিন জানান, ৬৯ দেশের ৩৬২ মিলিয়ন মানুষ নির্ভর করে মানবিক সহায়তার ওপর। চরম অনিশ্চয়তায় তারা। কৃষ্ণ সাগর দিয়ে নিরাপদে শস্য রফতানিতে গতবছর জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় চুক্তি হয় রাশিয়া-ইউক্রেনের মধ্যে। একাধিকবার মেয়াদ বাড়ালেও শর্ত না মানার অভিযোগে এবার বেঁকে বসে রাশিয়া। গেল সোমবার বাতিল হয় চুক্তিটি।
এটিএম/
Leave a reply