দূরপাল্লার অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রের প্রতি জেলেনস্কির আহ্বান

|

রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা অব্যাহত রাখতে দূরপাল্লার অস্ত্রের জন্য অপেক্ষা করছে ইউক্রেন। শুক্রবার (২১ জুলাই) এ ইস্যুতে মিত্র যুক্তরাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করেন দেশটির প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। দ্রুত অস্ত্র সরবরাহে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান তিনি। খবর বিবিসির।

এ সময় জেলেনস্কি বলেন, অনেক দিন ধরেই দূরপাল্লার অস্ত্রের জন্য অপেক্ষা করছি আমরা। আকাশপথে রাশিয়া আধিপত্য দেখাচ্ছে। অথচ আমাদের অত্যাধুনিক যুদ্ধবিমান নেই।

তিনি আরও বলেন, এখনও আশা করছি যুক্তরাষ্ট্র বিষয়টি মীমাংসা করবে। এটা প্রতিরক্ষা সহায়তায় ওয়াশিংটনের নেতৃত্বের উপর পুরোপুরি নির্ভর করছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply