প্রকাশ্য সমালোচনা করায় যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে বরখাস্ত করলেন জেলেনস্কি

|

প্রকাশ্য সমালোচনা করায় যুক্তরাজ্যে নিযুক্ত রাষ্ট্রদূত ভাদিম প্রিস্তাইকো’কে বরখাস্ত করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। শুক্রবার (২১ জুলাই) প্রেসিডেন্ট দফতরের পক্ষ থেকে নিশ্চিত করা হয় এ তথ্য। খবর রয়টার্সের।

মূলত গত সপ্তাহে বিদায়ী ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর এক মন্তব্যের জেরে সূত্রপাত হয় এ ঘটনার। সেসময় তিনি বলেন, অস্ত্র সরবরাহের জন্য কিয়েভের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। এ কথার পাল্টা জবাব দেন জেলেনস্কি। ব্রিটিশ মন্ত্রীর কাছে তিনি প্রশ্ন রাখেন, প্রতিদিন সকালে উঠে তাকে একবার কল করে ধন্যবাদ জানাতে হবে কিনা। এরপর স্কাই নিউজের এক সাক্ষাতকারে এ কূটনীতিক বলেন, জেলেনস্কির কাছ থেকে এমন ব্যঙ্গপূর্ণ উত্তর আশা করা যায় না। বরং রাশিয়াকে ঐক্যের বার্তা দেয়ার আহ্বান জানান তিনি। রাষ্ট্রদূত ভাদিমের এমন উত্তরের কয়েকদিনের মাথায় রাশিয়াকে জানান দেয়া উচিত যে আমরা একসঙ্গে কাজ করছি।

গেল তিন বছর যাবত যুক্তরাজ্যে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত আছেন ভাদিম। এর আগে ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বরত ছিলেন এ কূটনীতিক।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply