বিদেশিদের কেউ বিএনপির জামিনদার হবে না: মতিয়া চৌধুরী

|

সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী।

অর্থনৈতিক মন্দা সামলাতে বিদেশিরা নিজেরাই ব্যস্ত। তারা কেউই বিএনপিকে টেনে তুলবে না বলে মন্তব্য করেছেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেছেন, বিদেশিদের কেউ বিএনপির জামিনদার হবে না।

শনিবার (২২ জুলাই) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত শান্তি সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।

বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিকেলে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ যৌথভাবে আয়োজন করে শান্তি সমাবেশের।সমাবেশে যোগ দিতে বিকেল থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আসতে শুরু করে দুই সংগঠনের কর্মীরা।

আয়োজনে সংগঠনের নেতারা বলেন, নির্বাচনকে বানচাল করতেই সন্ত্রাসীদের নিয়ে কর্মসূচি পালন করছে বিএনপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের কারণেই আওয়ামী লীগ কর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে বলেও জানান তারা। শান্তিপূর্ণ কর্মসূচিকে আওয়ামী লীগের দুর্বলতা না ভাবতে বিএনপির প্রতি আহ্বানও জানান আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা।

শান্তি সমাবেশে বিএনপির প্রতি বেগম মতিয়া চৌধুরী বলেন, অর্থনৈতিক মন্দার ফলে বিদেশিরা নিজেদের নিয়েই ব্যস্ত। তারা কেউ আপনাদের জামিনদার হবে না। ওই জামিনদার-মোক্তার দিয়ে আপনারা পার পাবেন না। আপনাদের জামিন কেউ করবে না। কাজেই, ষড়যন্ত্রের পথ পরিত্যাগ করে গণতন্ত্রের পথে আসেন।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply