পুলিশ দেখেই হাতিরঝিলের পানিতে লাফ তরুণীর, লাশ উদ্ধার

|

পরিবারের সাথে অভিমান করে হাতিরঝিলের পানিতে ঝাপিয়ে পড়ে রাজধানীর বনানী বিদ্যা নিকেতন স্কুলের এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২২ জুলাই) রাত ১০টার দিকে পুলিশ প্লাজার পূর্ব পাশের ব্রিজ থেকে লাফিয়ে পড়ে রিয়া নামের ঐ কিশোরী। পুলিশ জানায়, শুক্রবার বিকেলে পরিবারের সাথে অভিমান করে বাসা থেকে বের হয়ে যায় রিয়া। স্বজনরা ভাটারা থানায় বিষয়টি জানালে পুলিশ মেয়েটিকে খুঁজতে শুরু করে।

শনিবার রাতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মেয়েটির অবস্থান পাওয়া যায় হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনে। পরে পুলিশ তাকে ধরতে গেলে গাড়ি দেখেই পানিতে লাফিয়ে পড়ে রিয়া। মেয়েটিকে বাঁচাতে সেখানে থাকা নোমান নামে এক হাওয়াই মিঠাই বিক্রেতা তরুণও পানিতে ঝাঁপ দেন। তবে মেয়েটি তলিয়ে গেলে তার হদিস না পেয়ে নোমান ওপরে উঠে আসেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহায়তায় মেয়েটির লাশ উদ্ধার করা হয়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply