রাজধানীর রামপুরায় বেটার লাইফ হাসপাতালের বিপরীতে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় পুলক গোমেজ নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। সে মার্টিন লোথার কলেজের এইচ এস সি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।
শনিবার (২২ জুলাই) রাত তিনটার দিকে পুরান ঢাকা থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিক্ষার্থীর ভগ্নিপতি রনি জানান, পুলক গতরাতে বিরানি খাওয়ার জন্য পুরান ঢাকার নাজিরা বাজারে যায়। সেখান থেকে রাইড শেয়ারিং বাইকে চড়ে নর্দার বাসায় ফেরার পথে রামপুরা এলাকায় দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় পুলক ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
পরে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করেশেষে তাকে মৃত ঘোষণা করেন। পুলক গাজীপুরের কালিগঞ্জ থানার নাগরি এলাকার বিপিন গোমেজ’র ছেলে।
এটিএম/
Leave a reply