ইন্টারনেট নিয়ন্ত্রণ ও মোবাইলে তথ্য যাচাইয়ের অভিযোগ সঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

|

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দাবি করেছেন, বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিচ্ছে না সরকার। ইন্টারনেট নিয়ন্ত্রণ ও মোবাইলে তথ্য যাচাইয়ের অভিযোগও সঠিক নয়।

রোববার (২৩ জুলাই) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠার চার দশক উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ দাবি করেন তিনি। কারো ভয়ে ভীত না হয়ে সঠিক খবর তুলে ধরতে সাংবাদিকদের প্রতি এ সময় আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

আসাদুজ্জামান খান বলেন, সাংবাদিকরা তাদের মেধা ও দক্ষতা দিয়ে খবরের পেছনের খবর বের করে নিয়ে আসেন। এ কাজে তারা অনেক ঝুঁকি নিয়ে থাকেন। বস্তুনিষ্ট সংবাদের মাধ্যমে ভুলগুলো তুলে ধরার পাশাপাশি সরকারে উন্নয়ন তুলে ধরতেও সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply