ওডেসায় ফের হামলা রাশিয়ার, ক্ষতিগ্রস্ত শতবর্ষী গির্জা

|

ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় আবারও হামলা চালিয়েছে রুশ বাহিনী। শনিবার (২২ জুলাই) মস্কোর বিমান হামলায় একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় আরও ১৮ জন। খবর আল জাজিরার।

রুশ মিসাইলের আঘাতে বিধ্বস্ত হয় ১৮ শতকের একটি অর্থোডক্স গির্জা। ওডেসার সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ উপাসনালয় হিসেবে বিবেচনা করা হয় এটিকে। এছাড়াও ধ্বংস হয় ছয়টি বাড়ি ও অ্যাপার্টমেন্ট ভবন। একটি প্রশাসনিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে এ হামলায়।

ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ায় নগরীর কেন্দ্রে প্রধান একটি সড়ক আটকে আছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি এলাকা। আবাসিক এলাকায় হামলা চালানোয় ক্ষতিগ্রস্ত ভবনের ভেতর আটকা পড়ে অনেক বাসিন্দা। পরে তাদের উদ্ধার করে জরুরি বিভাগের সদস্যরা।

ইউক্রেনের সাথে শস্যচুক্তি বাতিলের পর প্রায় নিয়মিত ওডেসা বন্দরে হামলা চালাচ্ছে রাশিয়া। কৃষ্ণ সাগর দিয়ে শস্য রফতানিতে ইউক্রেনের প্রধান বন্দর ওডেসা। তাই রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ টার্গেট এখন ওডেসা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply