স্পেনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল

|

ঝুলন্ত পার্লামেন্টের শঙ্কা তৈরি হলো স্পেনে। রোববার (২৩ জুলাই) অনুষ্ঠিত নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল। সর্বোচ্চ ১৩৬ আসন পেয়েছে বিরোধী দল পিপলস পার্টি (পিপি)। খবর রয়টার্সের।

১২২ আসন নিয়ে ২য় অবস্থানে রয়েছে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের ক্ষমতাসীন দল স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি। উগ্র ডানপন্থী ভক্সের ঝুলিতে ৩৩টি এবং বামপন্থী সুমারের দখলে গেছে ৩১ আসন। কট্টর ডানপন্থীদের সমর্থন পেলেও অবশ্য ম্যাজিক ফিগার ১৭৬ থেকে ৭টি আসন পিছিয়ে থাকবে পিপি।

আগামী ১৭ আগস্ট পার্লামেন্টের নতুন অধিবেশনে সরকার গঠনের আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে পিপি প্রধান আলবের্তো নুনিয়েসকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণে আমন্ত্রণ জানাবেন রাজা ষষ্ঠ ফিলিপ। জোট গঠনে ব্যর্থ হলে আমন্ত্রণ জানানো হবে দ্বিতীয় অবস্থানে থাকা সানচেজকে। তবে জোট সরকার গঠনের সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করছেন বিশ্লেষকেরা। তেমনটি হলে আগামী দুই মাসের মধ্যে নতুন নির্বাচন হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply