Site icon Jamuna Television

ভয়াবহ বন্যায় বিধ্বস্ত ভারতের উত্তরাঞ্চল, নয়াদিল্লিসহ ৫ রাজ্যে জরুরি সতর্কতা জারি

প্রলয়ংকারী বন্যায় বিপর্যস্ত ভারতের উত্তরাঞ্চল। সোমবার (২৪ জুলাই) রাজধানী নয়াদিল্লি ও উত্তর প্রদেশসহ পাঁচটি রাজ্যে বহাল রয়েছে জরুরি সতর্কতা। খবর হিন্দুস্তান টাইমসের।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, যমুনা নদীর পানি সোমবার ভোর থেকেই বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ভেঙেছে ৪৫ বছরের রেকর্ড। এতে চরম ভোগান্তিতে স্কুল-কলেজ ও অফিসগামীরা। রাস্তায় তীব্র যানজট তৈরি হয়েছে।

তাছাড়া, তাজমহল-রাজঘাট ও পার্লামেন্ট এলাকায় ঢুকে পড়েছে বন্যার পানি। নয়ডা থেকে সোমবার সকালেও নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে ২০০ বাসিন্দাকে। বন্যায় বিপর্যস্ত গুজরাটও। দু’দিনে রাজ্যটির নিচু এলাকা থেকে সরানো হয়েছে ৭ শতাধিক মানুষকে। বিপদ থেকে উদ্ধার পেয়েছেন সাড়ে তিনশো বাসিন্দা। তবে ১২টি হাইওয়ে বন্ধ রয়েছে।

সম্প্রতি, রাজধানী ও আশপাশের ১৩৬০ একর ফসলী জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়। বাস্তুচ্যুত হয়েছেন ১০ হাজারের কাছাকাছি মানুষ। প্রাণহানিও বাড়ছে প্রতিনিয়ত। এতে বিপর্যস্ত গোটা ভারত।

এসজেড/

Exit mobile version