ছাত্রলীগের সুদিন ফিরিয়ে আনতে হবে। লেখাপড়ায় আরো মনোনিবেশ করতে হবে। ছাত্রলীগের ছেলে-মেয়েরা কেনো বিসিএসে আসে না, কেনো লেখাপড়া করে না। প্রধানমন্ত্রী প্রায়ই দুঃখ করে এ প্রশ্ন করেন; এ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (২৪ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নবগঠিত শিক্ষা ও মানবসম্পদ উপকমিটি পরিচিতি সভায় এসব কথা বলেন তিনি। আরও বলেন, কোনো ছেলে-মেয়ের ভালো ফলাফল পেলেই সঙ্গে সঙ্গে তিনি (শেখ হাসিনা) বলেন বিসিএস দাও। আমাদেরতো লোক দরকার। সচিবালয়ে আরও কোয়ালিটি সম্পন্ন লোক দরকার। এ দেশে কিছু ব্যক্তি বা গোষ্ঠী নানা কায়দায়, কৌশলে ক্ষমতার মঞ্চে অধিষ্ঠিত, তারাই রাজত্ব করে গেছেন।
দলের নেতাকর্মীদের উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেছেন, বিসিএস পরীক্ষা দেয়। কিন্তু লিখিত পরীক্ষায় টিকতে পারে না। লিখিত পরীক্ষায় পাস করলে ভাইভাতে গিয়ে আউট। আজকে আমাদের প্রধানমন্ত্রী মাঝে মাঝে খুবই কষ্ট পান, তাকে বাধ্য হয়ে অনেক সময় ভিন্নমতের সহকর্মীদের সঙ্গে কাজ করতে হয়। এটা তিনি প্রকাশও করেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য উদগ্রীব হয়েছে আছে। আওয়ামী লীগ জনগণের সাথে আছে। জনগণের শক্তিই মূল শক্তি। সুতরাং বিএনপির কোনো কর্মসূচিতে ভয় পায় না আওয়ামী লীগ।
তিনি বলেন, আওয়ামী লীগ কোনো সংঘাতে উসকানি দেয় না। ২৭ জুলাই শান্তিপূর্ণ পরিবেশ চায়। তবে বিএনপি জনগণের ক্ষতি করতে চাইলে তা প্রতিহত করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
/এমএন
Leave a reply