নতুন দল নিয়ে হাজির বায়ার্ন মিউনিখ

|

ছবি: সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে বুন্দেসলিগার নতুন মৌসুম। দলগুলোও ব্যস্ত ঘর গুছাতে। এর মাঝেই নিজেদের নতুন দল নিয়ে হাজির জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। অ্যালিয়েঞ্জ অ্যারেনায় হাজারখানেক দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছে পুরো দল।

পরিচিতি মঞ্চে সাদর সম্ভাষণে গ্রহণ করা হয় কিম মিন জাইকে। নতুন মৌসুমে এই দক্ষিণ কোরিয়ার ডিফেন্ডারকে দলে ভিড়িয়েছে বায়ার্ন। অধিনায়ক ম্যানুয়েল ন্যুয়ার, মিডফিল্ডার জামাল মুসিয়ালাসহ বাকি ফুটবলাররা হাত নেড়ে জবাব দেন দর্শকদের ভালোবাসার। পরে ফটোসেশনে অংশ নেন সকলে।

বুন্দেসলিগার সবশেষ মৌসুমে খাদের কিনারা থেকে ফিরে চ্যাম্পিয়ন হয়েছিল বায়ার্ন মিউনিখ। শেষ ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের ড্রয়ের ফলে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছিল বাভারিয়ানরা। ফুটবলে এমন উত্থান-পতনের মাঝেই নিজেদের সেরা খেলাটা বায়ার্ন উপহার দেবে বলে আশা ভক্তদের।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

বায়ার্নের এক ভক্ত বলেন, সবশেষ মৌসুমটা উত্থান-পতনের মধ্য দিয়েই গেছে বায়ার্ন। একটা সময় আধিপত্য দেখালেও মাঝে শঙ্কা জাগে শিরোপা হারানোর। তবে সব জল্পনা-কল্পনাকে পাশ কাটিয়ে বায়ার্ন দেখিয়েছে তারা কী করে দেখাতে পারে।

টটেনহ্যাম ছেড়ে বায়ার্ন মিউনিখে পাড়ি দিতে মরিয়ার ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। কিন্তু চুক্তি নবায়ন করে কেইনকে ধরে রাখতে চায় টটেহ্যাম। নিজেদের ডেরায় ভেড়াতে এরই মাঝে ৫ বছরের চুক্তিতে ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়ে রেখেছে বায়ার্ন। হ্যারি কেইনকে নিজেদের দলে দেখতে মরিয়া ভক্তরাও।

বায়ার্ন মিউনিখের স্টেডিয়ামে ভক্তরা উপভোগ করেন প্রিয় দলের অনুশীলন। সেই সাথে তাদের আশা সাফল্য অব্যাহত রেখে সামনের দিনগুলোতে আনন্দের রঙে রাঙাবে বায়ার্ন মিউনিখ।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply