ফরিদপুরে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা: ৫ আসামিকে ফাঁসির আদেশ

|

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালীতে এক নারী পাটকল শ্রমিককে গণধর্ষণ ও হত্যা মামলায় ৫ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসাথে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক হাফিজুর রহমান এ রায় দেন। এ সময় সকল দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আসামিরা হলেন- চুন্নু সিকদার, নাজমুল হোসেন তেবেজ, ইসলাম মীর, আতিয়ার মোল্যা, নাসির খান নয়ন। এদের সকলের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলায়।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৬ অক্টোবর জেলার মধুখালী উপজেলার কামারখালী এলাকায় ওই নারীকে একটি মাঠের মধ্যে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে আসামিরা। পরে ঘটনাটি জানাজানি হতে পারে এমন শঙ্কা থেকে আসামিরা ভুক্তভোগীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে লাশ মাঠের মধ্যে ফেলে রেখে চলে যায়।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

পরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে নিহতের মা বাদী মধুখালী থানায় মামলা দায়ের করেন। পরে মোবাইলের কল লিস্টের সূত্র ধরে আসামি শনাক্ত করে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেয়।

মামলায় সরকার পক্ষের আইনজীবী স্বপন পাল জানান, আদালতের রায়ে রাষ্ট্রপক্ষ খুশি। এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

/এএআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply