ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে আগ্নেয়াস্ত্র, গুলি, ধারালো অস্ত্র ও অন্যান্য সরঞ্জামসহ ৭ ডাকাতকে আটক করেছে র্যাব। সোমবার (২৪ জুলাই) ভোর রাতে ফরিদপুর সদর উপজেলার পাইককান্দী গ্রামে ফরিদ শেখের বাড়িতে ডাকাতি শেষে পালানোর সময় ধাওয়া করে ডাকাতদের আটক করে র্যাব। এ বিষয়ে সোমবার বিকেল সাড়ে ৫টায় এক প্রেস ব্রিফিংয়ে এ সব তথ্য জানায় র্যাব।
আটককৃতরা হলো- ডাকাত দলের সর্দার আলম হোসেন ওরফে আলো, শফিকুল শেখ, ওমর ফারুক, মুসা সিকদার, সবুজ মাতুব্বর, শাহাদাত খান ও খোকা শেখ। এ সময় সুজাত মাতুব্বর নামে আরও এক ডাকাত পালিয়ে যায়।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার জানান, কিছুদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে ফরিদপুর ও রাজবাড়ী জেলায় ডাকাতির ঘটনা ঘটেছে। বিষয়টি র্যাবের নজরে আসলে ডাকাতদের ধরতে মাঠে নামে র্যাবের একাধিক টিম। তারই ধারাবাহিকতায় আজ ভোররাতে ফরিদপুর সদরের পাইককান্দা গ্রামের ফরিদ শেখের বাড়িতে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে র্যাব ডাকাতদের ধরতে অভিযানে নামে।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
তিনি আরও জানান, আটক ডাকাতদের কাছ থেকে দুটি ওয়ান শ্যুটার গান, দুটি কার্তুজ এবং কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। নতুন করে এদের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা সাপেক্ষে এদেরকে কোতয়ালী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এএআর/
Leave a reply