রাজধানীর মতিঝিলে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে একটি ট্রাক মোটরসাইকেলের পেছন দিকে ধাক্কা দিলে দুই আরোহী পড়ে যান। তাদের উভয়ের মাথায় হেলমেট থাকলেও ঘটনাস্থলেই মারা যান তারা।
দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়।
এদিকে বিকালে রাজধানীর মিরপুরে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে বাসের ধাক্কায়। তিনিও মোটরসাইকেলে ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও রূপনগর থানার পুলিশ সদস্যরা জানান, আগের একটি দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঈগল পরিবহনের বাসটিকে থানায় নিয়ে যাচ্ছিলেন এসআই উত্তম কুমার। চিড়িয়াখানা রোডের রাইনখোলা মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায় ঈগল পরিবহনের বাসটি।
এতে নিজের মোটরসাইকেলসহ বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান উত্তম কুমার। পরে ঈগল পরিবহনের বাসটি জব্দ করে জনতা। চালক বেলাল হোসেন(৩৮) ও তার সহকারীকে আটক করে পুলিশে দেয় পথচারীরা।
উত্তম কুমার সরকারের গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতি উপজেলায়। রাজধানীর রুপনগর থানায় কর্মরত ছিলেন তিনি।
Leave a reply