হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন সাবেক ইংলিশ ফরোয়ার্ড ট্রেভর ফ্রান্সিস। পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে ৬৯ বছর বয়সী ফ্রান্সিসের মৃত্যুর বিষয়টি। খবর বিবিসির।
ট্রেভর ফ্রান্সিস ছিলেন প্রথম ব্রিটিশ খেলোয়াড়, দলবদলে যার দাম ১ মিলিয়ন বা ১০ লাখ পাউন্ডের মাইলফলক ছুঁয়েছিল। ১৯৭৯ সালে বার্মিংহাম থেকে নটিংহাম ফরেস্টে এই রেকর্ড ট্রান্সফার ফিতে যোগ দিয়েছিলেন ফ্রান্সিস। ওই বছরই ব্রায়ান ক্লফের নটিংহামের হয়ে জিতেছিল ইউরোপিয়ান কাপ। সুইডিশ ক্লাব মালমোর বিপক্ষে ফাইনালে জয়সূচক গোলটি ফ্রান্সিসই করেছিলেন। নটিংহামের ইতিহাসে সেটাই ছিল প্রথম চ্যাম্পিয়নস লিগ।
জাতীয় দল ইংল্যান্ডের হয়ে ৯ বছরের ক্যারিয়ারে ৫২ ম্যাচে ১২টি গোল করেছিলেন ফ্রান্সিস। ১৯৮২ সালে অনুষ্ঠিত স্পেন বিশ্বকাপে খেলেছিলেন। অবসরের পর কোচিংসহ কাজ করেছেন স্কাই স্পোর্টস ও বিটি স্পোর্টসের ফুটবল বিশ্লেষক হিসেবেও।
/এএম
Leave a reply