আবারও ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

|

দক্ষিণ কোরিয়া উপকূলে যুক্তরাষ্ট্রের পরমাণুবাহী সাবমেরিন পৌঁছানোর পর আরেক দফা মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া। সোমবার (২৪ জুলাই) মধ্যরাতে পূর্ব উপকূল থেকে দুইটি ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে পিয়ংইয়ং। খবর রয়টার্সের।

দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। দেড় সপ্তাহের মধ্যে এই নিয়ে তৃতীয়বার মিসাইল উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া। সোমবার দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপে ভেড়ে পরমাণু বহনে সক্ষম মার্কিন সাবমেরিনটি। এর কয়েক ঘণ্টা পরই ছোড়া হয় স্বল্পপাল্লার মিসাইল দুইটি। সেগুলো ৪০০ কিলোমিটার পাড়ি দিয়ে পূর্ব সাগরে পড়ে। উত্তর কোরিয়ার পদক্ষেপকে উসকানিমূলক বলে আখ্যা দিয়েছে দক্ষিণ কোরিয়া। অভিযোগ, অঞ্চলটির শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে ফেলছে এ ধরনের কর্মকাণ্ড।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply