রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের সবশেষ আবেদনও খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। ফাঁসি স্থগিত চেয়ে তারা আবেদন করেছিলেন। ফলে, ফাঁসি কার্যকরে আর কোনো বাধা নেই।
মঙ্গলবার (২৫ জুলাই) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চে আসামিপক্ষের আইনজীবী ফাঁসি স্থগিত চাওয়ার বিষয়টি উত্থাপন করলে উষ্মা প্রকাশ করেন আদালত। আপিল, রিভিউ ও রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আবেদন নাকচ শেষেও এ নিয়ে আবারও রিট করায় বিস্ময় প্রকাশ করেন আদালত।
এ সময় আদালত বলেন, তাহের হত্যাকাণ্ড ’৭১ এর বর্বরতাকে স্মরণ করিয়ে দেয়। তার লাশটি চোখের সামনে আছে, এটি মাথায় রেখে বিচার করতে হয়েছে আদালতের।
তখন আসামিরপক্ষের আইনজীবী এস এন গোস্বামী আবারও যুক্তি উপস্থাপন করতে গেলে আদালত উষ্মা প্রকাশ করে বলেন, ক্লায়েন্টকে সৎ পরামর্শ দেয়া-ও আইনজীবীদের দায়িত্ব। বারবার আবেদনের মাধ্যমে আদালতের সময় নষ্ট হয়েছে। পরে এ মামলাটি চূড়ান্ত নিষ্পত্তি ঘোষণা করা হয়।
/এমএন
Leave a reply