Site icon Jamuna Television

মহারাষ্ট্রে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭, নিখোঁজ ৫৭

মহারাষ্ট্রের ভূমিধসে নিহতদের পরিবারের সদস্যদের আহাজারি। ছবি: এএফপি

মহারাষ্ট্রের রায়গড় এলাকার ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ এবং এখনও মেলেনি ৫৭ বাসিন্দার সন্ধান। এর মাঝেই সোমবার (২৪ জুলাই) তল্লাশি অভিযানের সমাপ্তি ঘোষণা করলো মহারাষ্ট্র সরকার। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্যোগের এক সপ্তাহ পেরিয়ে যাওয়ায় নিখোঁজদের জীবিত উদ্ধারের আর সম্ভাবনা নেই। তবে, গেলো কয়েকদিনের তল্লাশিতে বেরিয়ে এসেছে ২৭ জনের মরদেহ। জীবিত উদ্ধার হয়েছেন ১৪৪ বাসিন্দা।

বিবৃতিতে আরও বলা হয়, ভূমিধসে পুরোপুরি বা আংশিক চাপা পড়েছে ৪৮টি ঘরবাড়ি ও স্থাপনা। টানা বৃষ্টিপাতের পর গত বুধবার (১৯ জুলাই) রায়গড় এলাকায় হয় ভয়ংকর ভূমিধস। কিন্তু রাতে দুর্যোগ হওয়ার কারণে সেসময়ই ঘটনাস্থলে যেতে পারেনি ফায়ার ব্রিগেড ও উদ্ধারকর্মীরা। গেলো ১০ দিনের প্রাকৃতিক দুর্যোগে মহারাষ্ট্রের বির্ধভ এলাকায় প্রাণ গেছে ১৯ জনের। ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে ৪ হাজারের মতো ঘরবাড়ি স্থাপনা।

/এএম

Exit mobile version