কর্মদিবসে বারবার রাজনৈতিক সমাবেশ করে জনগণের ভোগান্তি সৃষ্টি ও বিশৃঙ্খলা তৈরি করলে ভবিষ্যতে অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা পুলিশ কমিশনার (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
বুধবার (২৬ জুলাই) সকালে রাজধানীর হোসাইনী দালানে পবিত্র আশুরা উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, এখন পর্যন্ত ৯টি রাজনৈতিক দল সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে। তবে কর্মদিবসে সমাবেশ না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানান। সমাবেশ স্থলে লাঠি, ব্যাগ না নিয়ে আসার অনুরোধও করেন তিনি।
এর আগে, ২৯ জুলাই পবিত্র আশুরা উপলক্ষ্যে ইমাম বাড়ার আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করার কথা জানান খন্দকার গোলাম ফারুক। বলেন, পুরো এলাকা ডগ স্কোয়াড ও মেশিনের মাধ্যমে সুইপিং করা হবে। পাশাপাশি তাজিয়া মিছিলের নিরাপত্তার জন্য সাদা পোশাকেও পুলিশ মোতায়েন থাকবে।
/এমএন
Leave a reply