টি-টোয়েন্টিতে নাইজেরিয়ার মিডিয়াম পেসার পিটার আহোর রেকর্ড ভেঙ্গে মাত্র ৮ রান খরচে ৭ উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়েছেন মালয়েশিয়ান পেসার সিয়াজরুল ইজাত ইদ্রুস।
বুধবার (২৬ জুলাই) টি-টোয়েন্টি বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচে কুয়ালালামপুরে চীনের বিপক্ষে খেলতে নেমে এ ইতিহাস গড়েন ইদ্রুস। টি-টোয়েন্টিতে যা প্রথম কোনো বোলারের ৭ উইকেট অর্জন।
টি-টোয়েন্টি ক্রিকেটে এতোদিন সর্বোচ্চ ৫ রানে ৬ উইকেট নেওয়ার কীর্তি ছিল। সিয়েরা লিওনের বিপক্ষে ওই রেকর্ড গড়েছিলেন নাইজেরিয়ার মিডিয়াম পেসার পিটার আহোর। তবে ক্রিকেটের ক্ষুদে সংস্করণে তাকেও ছাড়িয়ে গেলেন এ মালয়েশিয়ান পেসার। মাত্র ৮ রানেই তিনি ৭ উইকেট নিয়েছেন। যা পুরুষদের টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার। বিশ্বকাপ কোয়ালিফায়ারের এই ম্যাচে চীনের ৭ ব্যাটারই ইদ্রুসের বলে বোল্ড হয়েছেন।
বুধবারের ম্যাচটিতে টস জিতে চীন আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। চার ওভারে কোনো উইকেট না হারিয়ে তারা ১২ রান তোলে। এর পর ইজাত ইদ্রুস বল হাতে নিতেই দিশেহারা হয়ে পড়েন চীন দলের ব্যাটাররা। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে ওয়াং লিউইয়াংয়ের উইকেট নিয়েই তার মিশন শুরু। ওই ওভারে আরও তিন ব্যাটারকে আউট করেন মালয়েশিয়ান পেসার। নিজের তৃতীয় ওভারে পঞ্চম ও শেষ ওভারে আরও দুটি উইকেট নিয়ে মোট ৭ উইকেট তুলে নেন তিনি।
ম্যাচটি মালয়েশিয়া ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করে।
/এএম
Leave a reply