Site icon Jamuna Television

ফরিদপুরে মসজিদের সাবান নিয়ে তর্ক, লাঠির আঘাতে প্রাণ গেলো মুসল্লির

আটককৃত মান্নান মুন্সী (৬০)।

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের একটি মসজিদে গোসলের সাবান নিয়ে তর্কে জড়িয়ে প্রাণ গেছে আব্দুল জলিল (৭০) নামের এক বৃদ্ধের।

বুধবার (২৬ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে ফরিদপুর পৌর এলাকার মারকায মসজিদে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর মান্নান মুন্সী (৬০) নামের ঘাতককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বৃহস্পতিবার মারকায মসজিদ থেকে তাবলিগের উদ্দেশে বের হন মুসল্লীরা। তাবলিগের গতকাল মঙ্গলবার বিকেলে মধুখালী থেকে মসজিদে আসেন আব্দুল জলিল। বুধবার দুপুরে স্থানীয় ডোমরাকান্দি এলাকার বাসিন্দা মান্নান মুন্সীও মসজিদে যান। এ সময় গোসলের সাবান নিয়ে আব্দুল জলিলের সাথে তর্কে জড়ান মান্নান মুন্সী। তর্কের এক পর্যায়ে পাশে থাকা কাঠের চলা দিয়ে আব্দুল জলিলের মাথায় আঘাত করেন মান্নান মুন্সী। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দুল জলিলের।

এ প্রসঙ্গে ফরিদপুর কোতয়ালী থানার এসআই আব্দুল জব্বার জানান, খবর পেয়ে বিকেল ৫টার দিকে আব্দুল জলিলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ
হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘাতক মান্নান মুন্সীকে মসজিদের মুসল্লিরা আটক করেছেন। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

/এসএইচ

Exit mobile version