২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু

|

ফাইল ছবি।

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় মারা গেছেন ১০ জন এবং ঢাকার বাইরে ৪ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়েছে, এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২১৫ জনের এবং মোট আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৩৪১ জন।

বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৮ হাজার ১৮৯ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৫৩ জন। এর মাঝে ১ হাজার ৩২৭ জন ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের বাসিন্দা ১ হাজার ৩২৬ জন। ডেঙ্গু আক্রান্ত রোগীর অধিকাংশের বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply