হিমালয় পর্বতমালায় ‘লিমিটলেস পুশ ২০২৩’ নামের এক যৌথ অভিযানে যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের পাঁচ পর্বতারোহী। জানা গেছে, এ অভিযানে ভারতের হিমাচল ও লাদাখে অবস্থিত হিমালয়ের ৬ হাজার মিটার উচ্চতার ১২টি পর্বতচূড়ায় আরোহণের পরিকল্পনা রয়েছে তাদের।
অভিযাত্রী দলের দুই বাংলাদেশি সদস্য হলেন- ফজলুর রহমান (শামীম) ও তৌফিক আহমেদ (তমাল)। এছাড়াও তাদের সাথে আছেন সুকমল রায়, অমরেশ বোস ও ওমর ফারুক নামের আরও ভারতীয় তিন পর্বতারোহী।
জানা গেছে, আগামী ১ আগস্ট হিমাচলের মাউন্ট ইউনাম পর্বত (৬ হাজার ১০০ মিটার) আরোহণের মাধ্যমে শুরু হবে তাদের এ অভিযান। এরপর লাদাখের সোমোরিরি লেক এলাকার ১১ পর্বতে উঠবেন অভিযাত্রীরা। এ অভিযানে তারা পলোগংকা পিক, মেন্টক কাংরি-১, ২ ও ৩, গামা পর্বত সিরিজ, ইয়ালুং নং, স্পাংনাক রি, কার্জক কাংরি আর কিয়াগার রি প্রভৃতি পর্বতে উঠবেন তারা। পুরো আগস্ট মাস জুড়ে চলবে তাদের এ অভিযান।
প্রসঙ্গত, পেশাদার গাইড হিসেবে ভারত-নেপালের বিভিন্ন পার্বত্য এলাকায় এক্সপিডিশন পরিচালনা করেন তৌফিক আহমেদ ও ফজলুর রহমান। অলটিটিউট হান্টার’ নামের একটি ফেসবুক গ্রুপের সঙ্গেও যুক্ত আছেন তারা।
/এসএইচ
Leave a reply