Site icon Jamuna Television

বায়তুল মোকাররমেই হবে আ. লীগের তিন সহযোগী সংগঠনের সমাবেশ

রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটেই শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন। স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান এ কথা জানিয়েছেন। বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার (২৮ জুলাই) এই যৌথ সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

আজ বৃহস্পতিবার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই সমাবেশ করার কথা ছিল। কিন্তু অনুমতি না পাওয়ায় আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে শুক্রবার সমাবেশ করার কথা জানানো হয় বুধবার রাতে। তবে বৃহস্পতিবার দুপুরে ক্ষমতাসীন দলের তিন সহযোগী সংগঠন সিদ্ধান্ত নেয়, সমাবেশের জন্য পূর্ব ঘোষিত স্থান বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই কর্মসূচির আয়োজন করা হবে। এজন্য ডিএমপির কাছে নতুন করে আবেদন পাঠানো হয়েছে।

এদিকে, একদফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে বৃহস্পতিবার সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। তবে, নয়াপল্টনে অনুমতি না পাওয়ায় সমাবেশ একদিন পিছিয়ে দেয় দলটি। আগামীকাল দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

/এমএন

Exit mobile version