সুইডেন ও ডেনমার্কে পবিত্র কোরআন পোড়ানোয় এবার প্রতিবাদ জানালো ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের মুসল্লিরা। বুধবার (২৬ জুলাই) জোরালো আন্দোলনে নামেন তারা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
মূলত, বুধবার তিন দশক পর ইসলামিক বর্ষপঞ্জিকার প্রথম মাস মুহররম উদযাপিত হয় কাশ্মিরে। সেখানে পবিত্র ধর্মগ্রন্থ পোড়ানোর ঘটনায় গভীর নিন্দা প্রকাশ করা হয় মুসল্লিদের পক্ষ থেকে। এ ঘটনার মাধ্যমে বিশ্বজুড়ে মুসলিম বিদ্বেষ বাড়বে বলে উদ্বেগ প্রকাশ করেন অনেকে। ধর্মের এই অবমাননা মুসলিমদের জন্য হৃদয়বিদারক বলেও উল্লেখ করেন তারা।
গত এক মাসে, সুইডেন ও ডেনমার্কে অন্তত ৩ বার পবিত্র কোরআন অবমাননা করা হয়। এর প্রতিবাদ স্বরূপ কয়েকটি মুসলিম রাষ্ট্র দেশগুলোতে অবস্থানরত সুইডেন ও ডেনমার্কের কূটনীতিকদের বহিষ্কার করে। সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের হুমকিও দেয়া হয়।
এসজেড/
Leave a reply