বিদেশিরা আহাম্মকের মতো বিবৃতি দিচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

|

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি।

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বিদেশিরা ‘আহাম্মকের’ মতো বিবৃতি দিচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিভিন্ন রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের কারণেই বিদেশিরা দেশের অভ্যন্তরীণ বিষয়ে মাতব্বরি করার সুযোগ পাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার (২৭ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

সম্প্রতি ইতালি সফরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেছিলেন ইউরোপের বাংলাদেশি দূতাবাসগুলোর কর্মকর্তাদের সাথে। পররাষ্ট্রমন্ত্রী জানান, সেখানে বিদেশিদের কাছে সরকারের বার্তা পৌঁছে দেয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। এ সময় কূটনীতিকদের বিভিন্ন কর্মকাণ্ডের কড়া সমালোচনাও করেন মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা আহাম্মকের মতো অবান্তর স্টেটমেন্ট দিচ্ছে। এজন্য আমাদের রাষ্ট্রদূতদের বলা হয়েছে যেন আমাদের দেশের বড় বড় ইস্যুগুলোর ব্যাপারে তাদের জানানো হয়।

ঢাকা-১৭ আসনের নির্বাচনে হিরো আলমের ওপর হামলা নিয়ে জাতিসংঘসহ ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের বিবৃতি নিয়ে সরকার যে নাখোশ তা এরইমধ্যে তাদের ডেকে জানিয়ে দেয়া হয়েছে।

এসময় গণমাধ্যমকর্মীদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শোনেন এই আপনাদের (সাংবাদিকদের) জন্যই বিদেশি রাষ্ট্রদূতরা আমাদের বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার সুযোগ পাচ্ছে। এ ধরনের সংস্কৃতি আপনারাই তৈরি করেছেন। এগুলো বন্ধ হওয়া উচিত। এ ধরনের চর্চা আমরা পছন্দ করি না।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply