শঙ্কা কাটিয়ে আগামি ২০২৩/২৪ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার অনুমতি পেয়েছে বার্সেলোনা। রেফারিকে ‘অন্যায্যভাবে’ টাকা দেয়ার অভিযোগে দলটির চ্যাম্পিয়নস লিগে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। দ্য গার্ডিয়ানের খবর।
বৃহস্পতিবার (২৭ জুলাই) উয়েফা তাদের তদন্ত কার্যক্রম স্থগিত করে জানিয়েছে, আপাতত বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগে খেলতে বাধা নেই। ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে দেখা যাবে এই স্প্যানিশ ক্লাবকে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, বার্সেলোনার বিপক্ষে ওঠা অভিযোগের বিষয়ে ভবিষ্যতে প্রমাণ পাওয়া গেলে তদন্ত কার্যক্রম আবার শুরু হবে।
গত মার্চে বার্সেলোনার বিপক্ষে রেফারিকে অর্থ প্রদানের ঘটনার তদন্ত শুরুর ঘোষণা দেয় উয়েফা। বলা হয়েছিল, হোসে মারিয়া এনরিকে নেগ্রেইরার মালিকানাধীন রেফারিদের একটি সংস্থাকে ৭ মিলিয়ন ইউরো প্রদান করেছে বার্সা। উল্লেখ্য, ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত স্প্যানিশ রেফারিদের কমিটির ভাই প্রেসিডেন্ট ছিলেন নেগ্রেইরা।
/এম ই
Leave a reply