আবারও রাশিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রোস্তভের একটি শহরে ছোঁড়া হয়েছে মিসাইল। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (২৮ জুলাই) এমন অভিযোগ জানিয়ছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আল জাজিরার।
রুশ কর্তৃপক্ষের দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস টু হান্ড্রেড দিয়ে ছোঁড়া হয়েছে ক্ষেপণাস্ত্র। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত তাগানরগ শহরই হামলাকারীদের টার্গেট ছিল বলে জানিয়েছে মস্কো। মিসাইলের আঘাতে একাধিক আবাসিক ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আড়াই লাখ মানুষের শহরটিতে রকেট বিস্ফোরণের কথাও জানান আঞ্চলিক গভর্নর।
মস্কো জানায়, আজভ শহরের কাছে দ্বিতীয় মিসাইলটি ছোঁড়ে ইউক্রেনীয় বাহিনী। এস টু হান্ড্রেড থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রটিসহ মোট দু’টি মিসাইল ভূপাতিতের করা হয়েছে বলেও জানানো হয়। শহরের বিভিন্ন স্থানে বিধ্বস্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে থাকতেও দেখা গেছে।
এসজেড/
Leave a reply