এক মৌসুমেই শেষ মানের বায়ার্ন-অধ্যায়, হচ্ছেন রোনালদোর সতীর্থ

|

ছবি: সংগৃহীত

মাত্র এক মৌসুমেই শেষ হয়ে গেলো বায়ার্ন মিউনিখ ও সাদিও মানের সম্পর্ক। জার্মান ক্লাবটি ছেড়ে ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থ হয়ে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে যোগ দিচ্ছেন এই সেনেগালিজ ফরোয়ার্ড। ডেইলি মেইলের খবর।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

লিভারপুল থেকে গত মৌসুমে বায়ার্ন মিউনিখে পাড়ি দিয়ে সময়টা ভালো কাটেনি মানের। জার্মানিতে শুরুটা বেশ ভালো হয়েছিলো এই ফরোয়ার্ডের। কিন্তু জার্মান সতীর্থ লিরয় সানের সাথে বিবাদে জড়িয়ে এলোমেলো হয়ে যায় অনেক কিছুই। চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির কাছে হারের পর সানেকে ঘুষিও মেরেছিলেন মানে। সেই সাথে যোগ হয় ইনজুরি ও ফর্মহীনতা। কাতার বিশ্বকাপেও সেনেগালের হয়ে খেলা হয়নি মানের। প্রাক মৌসুমের প্রীতি ম্যাচগুলোতেও ছন্দ খুঁজে পাওয়ার ইঙ্গিত দেখা যায়নি এই ফরোয়ার্ডের খেলায়।

গত মৌসুমে ৩৮ ম্যাচ খেলে মানে গোল করেছিলেন ১২টি। গত মৌসুমের বুন্দেসলিগা জিতলেও তাতে মানের প্রত্যাশিত অবদান ছিল না। অবশেষে বায়ার্ন অধ্যায় অপ্রত্যাশিতভাবেই শেষ হলো এই ফরোয়ার্ডের। দলবদলের বিশ্বাসযোগ্য সূত্র ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ৪০ মিলিয়ন ইউরোতে আল নাসরে যোগ দিচ্ছেন তিনি।

আরও পড়ুন: ম্যান সিটির মাহরেজ এখন আল আহলিতে

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply