মাতুয়াইলে বাসে আগুন, শ্যামলীতে পুলিশের গাড়ি ভাঙচুর

|

রাজধানীর প্রবেশ মুখগুলোতে বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে পুলিশের সাথে সৃষ্ট সংঘর্ষে মাতুয়াইলে একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এছাড়া শ্যামলীতে পুলিশের একটি গাড়ি ও কয়েকটি বাসের গ্লাস ভাঙচুর করা হয়েছে।

শনিবার (২৯ জুলাই) মাতুয়াইলে বিএনপি নেতাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার সময় বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। সকাল ১১টার পর থেকে যাত্রাবাড়ী, শনির আখড়া, মাতুয়াইল এলাকায় ঘটে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। এতে প্রায় দুই ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শনির আখড়া, যাত্রাবাড়ী এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে, রাজধানীর শ্যামলীতে সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়ি এবং কয়েকটি বাসের গ্লাস ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। জানা যায়, হঠাৎই বেশ কয়েকজন এসে পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। গাড়ি ও কয়েকটি বাসের গ্লাস ভেঙে তারা দ্রুত পালিয়ে যায়।

আরও পড়ুন: বিএনপি নেতা আমানুল্লাহ আমানকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply