অস্ট্রেলিয়ায় যুক্তরাষ্ট্রের সাথে যৌথ সামরিক মহড়া চলাকালে একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। শুক্রবারের (২৮ জুলাই) এ দুর্ঘটনায় এখনও নিখোঁজ আছে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটির চার আরোহী। এ দুর্ঘটনার জেরে শনিবার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়াটিও। খবর আলজাজিরার।
শনিবার (২৯ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মারলেস।
তিনি জানান, শুক্রবার রাত আনুমানিক রাত ১০টায় বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। নিখোঁজদের পরিবারের সদস্যদের পুরো ঘটনা জানানো হয়েছে। তাদের সন্ধানে সর্বাত্মক তল্লাশি চলছে। যেকোনো ইতিবাচক খবরের আশায় আমরা মরিয়া হয়ে অপেক্ষা করছি।
তারা জানিয়েছে, কুইন্সল্যান্ড উপকূলের কাছে বিধ্বস্ত হয়েছে এমআরএইচ- ৯০ তাইপান মডেলের ওই হেলিকপ্টারটি। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। শনিবার (২৯ জুলাই) সকাল নাগাদ হেলিকপ্টারের ধ্বংসাবশেষ চিহ্নিত করলেও, এখনও মেলেনি নিখোঁজদের সন্ধান। জানা যায়নি হেলিকপ্টার বিধ্বস্তের কারণও।
/এসএইচ
Leave a reply