রাজশাহীতে পুলিশের পোশাক পরে টিকটক ভিডিও বানানোর সময় নারীসহ ৬ টিকটকার আটক

|

আটককৃত ৬ টিকটকার।

রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে পুলিশের পোশাক পরে টিকটক ভিডিও ধারণের সময় নারীসহ ৬ টিকটকারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

আটককৃতরা হলো- রওনক বিশ্বাস (২৩), মোস্তাকিম (২৫), আল মামুন (৪৭), সাজু আহমেদ (৩৩), হাবিবুর রহমান (১৯) ও আয়েশা সিদ্দিকা (২২)।

পুলিশ বলছে, গত ২৮ জুলাই সকাল ১০টায় রাজশাহী মহানগর এলাকায় সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছিল ডিবির একটি টিম। এ সময় নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামের সামনে পুলিশের পোষাক পরে নেতিবাচক প্রচারের উদ্দেশে টিকটক ভিডিও ধারণ করতে দেখে তাদের আটক করা হয়। নারী টিকটকারকে পুলিশের পোশাক পরার কারণ জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি।

এদিকে টিকটক আপডেট নাটকের পর তাদের কাছে থাকা টিকটকের স্ক্রিপ্ট পর্যালোচনা করে দেখা যায় যে, তাতে পুলিশের বিরুদ্ধে নেতিবাচক তথ্য আছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply