মস্কোয় ইউক্রেনীয় ড্রোন হামলা নস্যাৎ করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। রোববার (৩০ জুলাই) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ইউক্রেনের ৩টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়। খবর আল জাজিরার।
এ নিয়ে মস্কোর মেয়র জানিয়েছেন, ইউক্রেনের ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে ধ্বংসাবশেষের টুকরোর আঘাতে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে সুউচ্চ ভবনের একাংশ। কাঁচে ঘেরা ভবনটির দুটি কার্যালয় তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঝুঁকি এড়াতে এ সময় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল নিকটস্থ একটি বিমানবন্দর। একঘণ্টা বন্ধের পর নিয়মিত কার্যক্রম শুরু হয় নুকোভো বিমানবন্দরে। একে ‘সন্ত্রাসী তৎপরতা’ হিসেবে আখ্যা দিয়েছে রুশ প্রশাসন।
মূলত ইউক্রেন ‘কাউন্টার অফেন্সিভ বা পাল্টা অভিযান’ শুরুর পর থেকেই মস্কোয় হামলার মাত্রা বেড়েছে। পশ্চিমা সমর্থন ছাড়া কিয়েভের পক্ষে আক্রমণ করা অসম্ভব বলে অভিযোগ করে আসছে পুতিন প্রশাসন। এদিকে, সীমান্তবর্তী সামি শহরে রুশবহরের হামলায় দু’জন প্রাণ হারিয়েছে বলে জানা গেছে। এতে আহত হয়েছেন আরও ৫ জন।
এসজেড/
Leave a reply