বেলারুশ থেকে ছদ্মবেশে পোল্যান্ডে প্রবেশ করতে পারে ওয়াগনার সেনারা: উদ্বেগ পোলিশ প্রধানমন্ত্রীর

|

বেলারুশ থেকে ছদ্মবেশে পোল্যান্ডে ওয়াগনার সেনারা প্রবেশের চেষ্টা চালাতে পারে বলে উদ্বেগ জানিয়েছেন পোলিশ প্রধানমন্ত্রী মাতুয়েজ মোরাওয়েইকি। তিনি জানান, শতাধিক ওয়াগনার সেনা সীমান্তের কাছাকাছি পৌঁছে গেছে বলে তথ্য রয়েছে পোল্যান্ডের হাতে। খবর সিএনএন এর।

পোলিশ প্রধানমন্ত্রী জানান, গ্রোডনোর কাছাকাছি সুওয়ালকি গ্যাপের দিকে এগোচ্ছে ওয়াগনার বাহিনী। পোল্যান্ড ও লিথুয়ানিয়া থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অঞ্চলটির অবস্থান। সুওয়ালকি গ্যাপ হলো, বেলারুশ ও রাশিয়ার কালিনিনগ্রাদের মধ্যবর্তী একটি সরু কৌশলগত স্থল করিডোর।

বেলারুশের সীমান্তরক্ষী সেজেও অঞ্চলটিতে রাশিয়ার ভাড়াটে সেনারা যেতে পারে উদ্বেগ প্রকাশ করেছে ইইউ ও ন্যাটোর সদস্য পোল্যান্ড। এ ছাড়া অভিবাসনপ্রত্যাশী হিসেবেও তারা প্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টরা সতর্ক অবস্থানে আছে বলে জানানো হয়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply