ডলারের বিপরীতে ভারতীয় রুপির দামে বারবার পতন ঘটছে। আজ ফের রেকর্ড পড়ে গেল রুপির দাম। এবারে কমল ১৬ পয়সা। আজ মঙ্গলবার বাজার খোলার প্রায় সঙ্গে সঙ্গেই জানা যায়, ভারতীয় মুদ্রার দাম এক ডলারের নিরিখে হয়ে গিয়েছে ৭১ দশমিক ৩৭ রুপি।
সংবাদসংস্থা পিটিআই জানায় এই খবর। মার্কিন মুদ্রার প্রবল চাহিদার জন্য টাকার মূল্য এভাবে হ্রাস পাচ্ছে বলে মনে করছে বিশেষজ্ঞমহল। ব্যাংকগুলির মধ্যে বিদেশি মুদ্রা আদানপ্রদানের ক্ষেত্রে এক ডলারের দাম হয়েছে ৭১ দশমিক ২১ রুপি। গতকাল যা ছিল ৭১ দশমিক ২৪ রুপি। অর্থাৎ, এখানে তিন পয়সা হ্রাস পেয়েছে।
ব্যবসায়ীদের মতে, মার্কিন মুদ্রার প্রবল চাহিদার চাপ পড়ছে ভারতীয় মুদ্রার ওপরে। তার ফলে এই অবস্থা। বিশ্বের অপরিশোধিত তেলের বাজারে প্রতিযোগিতা বাড়লে আবার এই চাহিদা হ্রাস পেতে পারে।
Leave a reply