টাইফুন ‘ডকসুরি’র তাণ্ডবে বিপর্যস্ত চীনের একাংশ। রাজধানী বেইজিংয়ে এখনও বহাল রেড অ্যালার্ট। ক্ষতির মুখে ৭ লাখের বেশি মানুষ। খবর সিএনএনের।
চীনের উত্তরাংশে প্রলয়ঙ্করী টাইফুন ডকসুরি ভয়ানক আঘাত হেনেছে। বেইজিংয়ে হাজার হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। সেখানে এখনও বহাল রয়েছে রেড অ্যালার্ট। রাজধানীতে কর্তৃপক্ষ স্থগিত করেছে সব রকম স্পোর্টস ইভেন্ট। বন্ধ করে দেয়া হয়েছে বেশ কয়েকটি পর্যটন স্পট ও পার্ক।
দেশটির আবহাওয়া অফিসের পূর্বাভাস– রাজধানী ও আশপাশের এলাকাগুলোয় আগামী তিন দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বজ্রপাতের পাশাপাশি জারি রয়েছে ভূমিধসের সর্তকতা। আবহাওয়াবিদরা বলছেন, ঝড়ের তীব্রতা কমলেও এর প্রভাব থাকবে দীর্ঘমেয়াদী। কারণ, আগামী দিনগুলোয় ৬০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিনের দুর্যোগে চীনের চারটি প্রদেশে ৪৭৮ মিলিয়ন ইয়েনের ক্ষতিসাধণ হয়েছে। ক্ষতির মুখে পড়েছে ৭ লাখের বেশি মানুষ। এদিকে, ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ৩৯ জন প্রাণ হারিয়েছেন।
/এএম
Leave a reply