শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের

|

ধীরে হলেও শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। বর্ষীয়ান এই রাজনীতিককে এখনও নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে। খবর টাইমস নাওয়ের।

তার চিকিৎসার জন্য আলিপুর বেসরকারি হাসপাতালে ৫ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে। রোববার (৩০ জুলাই) সকালে তারা জানান, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব। রাইস টিউবের মাধ্যমে তাকে খাবার দেয়া হতে পারে। গেল কয়েকদিন ধরেই বুদ্ধদেব ভট্টাচার্য মারাত্মক জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। বাড়িতে সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সাপোর্ট দেয়া হচ্ছিল। শনিবার সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

২০২১ সালে কোভিডেও আক্রান্ত হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এরইমধ্যে, তাকে দেখতে হাসপাতালে গেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি এ সময় জানান, চিকিৎসার সব খরচ বহন করবে রাজ্য সরকার। হাসপাতালে গেছেন গর্ভনর সিভি আনন্দ বোসও। পশ্চিমবঙ্গে ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply