পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪০ জন নিহতের খবর পাওয়া গেছে। জমিয়ত উলামায়ে-ইসলাম-ফজলের (জেইউআই-এফ) একটি কর্মী সম্মেলনে এই বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংগঠনটির নেতাকর্মীসহ অন্তত দুই শতাধিক আহত হয়েছেন। খবর জিও নিউজের।
রোববার (৩০ জুলাই) বিকেল ৪টার দিকে আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজুয়ার জেলায় ঘটে এ ঘটনা। বাজুয়ার বিভাগের জরুরি কর্মকর্তা সাদ খান জানান, এ হামলায় পাকিস্তানের প্রবীন রাজনীতিবিদ মাওলানা জিয়াউল্লাহ জান প্রাণ হারিয়েছেন। তিনি ছিলেন জমিয়ত উলামায়ে-ইসলাম-ফজলের গুরুত্বপূর্ণ নেতা।
কর্তৃপক্ষ জানায়, কট্টরপন্থী ইসলামী দল জমিয়ত উলামায়ে-ইসলাম-ফজলের সমাবেশ চলাকালে চালানো হয় এ হামলা। বিস্ফোরণের পর আতঙ্কিত নেতাকর্মীরা ছোটাছুটি শুরু করে। পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। হতাহতের তালিকায় দলটির একাধিক সিনিয়র নেতা রয়েছেন বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। দ্রুত বোমা হামলায় জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
/এএম
Leave a reply