জো বাইডেন জোচ্চর-ঝিমোতে থাকা প্রেসিডেন্ট: ট্রাম্প

|

জো বাইডেন একজন কুটিল-জোচ্চর আর ঝিমোতে থাকা প্রেসিডেন্ট। এভাবেই মার্কিন রাষ্ট্রপ্রধানকে আখ্যায়িত করলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললেন, যুক্তরাষ্ট্রকে পরিচালনার ন্যুনতম যোগ্যতা নেই জো বাইডেনের। খবর নিউয়র্ক টাইমসের।

শনিবার (২৯ জুলাই) আইওয়াতে ছিল রিপাবলিকান শিবিরের নৈশভোজ। যেখানে দলীয় সমর্থকদের সামনে প্রথমবার উপস্থিত হন ১৩ রিপাবলিকান পদপ্রার্থী। সেখানেই এমন মন্তব্য ছুড়ে দেন ট্রাম্প।

তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন খুবই ভয়াবহ। কিন্তু কখনও কি সেই বিষয়টি উল্লেখ করেছি? এখন হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। জো খুবই কুটিল প্রকৃতির। বেশিরভাগ সময় ঝিমিয়েই কাটিয়ে দেন তিনি। তাই তাকে স্লিপি জো হিসেবেও ডাকা যায়। তবে জোচ্চোর উপাধিটাই তার সাথে বেশি মানানসই।

শুধু প্রেসিডেন্টকে টিপ্পনী কেটেই থামেননি ট্রাম্প। অভিযোগ করেন, তাকে নির্বাচনী লড়াই থেকে সরাতে উদ্দেশ্য-প্রণোদিতভাবে নানা মামলায় ফাঁসানো হচ্ছে।

তিনি আরও বলেন, উগ্র আর ক্ষ্যাপাটে ডেমোক্র্যাটিকরা আমাকে অভিসংশনের মুখোমুখি করেছে। তারা কারচুপি নির্বাচনে করেছে। অথচ একবারও রিপাবলিকানরা পাল্টা জবাব দেয়নি। তাদের যতোটুকু লড়াই করার কথা ছিল সেটাও তারা করেনি। কারণ, বিরোধীদের মতো অসুস্থ মানসিকতার বা নিম্ন শ্রেণির আমরা নই। নির্বাচনে জয়ী হতে পারলে; বাইডেন পরিবারের অপরাধ জনসম্মুখে আনবো।

গেলবার, আইওয়া ককাসে দলীয় সমর্থণ পেলেও নির্বাচনে পরাজিত হন ডোনাল্ড ট্রাম্প। তবে জনপ্রিয়তার দৌড়ে এখনও তিনিই এগিয়ে আছেন, এমন আভাস দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply