টুইটারের লোগো পরিবর্তন নিয়ে বিপাকে ইলন মাস্ক

|

টুইটার সদর দফতরে চলছে লোগো পরিবর্তন। ছবি: এপি

টুইটার সদর দফতরে লোগো পরিবর্তন নিয়ে বিপাকে পড়েছেন ইলন মাস্ক। এ ঘটনায় সান ফ্রান্সিসকো প্রশাসন তদন্তে নেমেছে। অভিযোগ- নিরাপত্তা ও ভবন নীতিমালা লঙ্ঘন করেছে ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান। খবর ইনসাইডারের।

শুক্রবার (২৮ জুলাই) থেকে সান ফ্রান্সিসকোর ভবনটিতে চলছে বহুল পরিচিত নীল পাখি এবং টুইটার লেখা লোগো পরিবর্তনের প্রক্রিয়া। শহর প্রশাসনের অভিযোগ, পথচারীদের ঝুঁকির কথা বিবেচনা করেননি সংস্কারকর্মীরা। ফুটপাথের চারপাশে নিরাপত্তা বেষ্টনীও দেয়া হয়নি। তাছাড়া, বহুল জনপ্রিয় প্রতীক পরিবর্তনের আগে নিতে হয় প্রশাসনিক অনুমোদন, যার কাগজপত্র ছিলো না টুইটার কর্তৃপক্ষের হাতে। অবশ্য এতো কিছুর মধ্যেও থেমে থাকেনি ইলন মাস্কের প্রতিষ্ঠান। শনিবার (২৯ জুলাই) রাতে হেড কোয়ার্টারের ওপর জ্বলে উঠে টুইটারের নতুন ‘এক্স’ লোগো।

উল্লেখ্য, গত সপ্তাহে টুইটারের নীল পাখিকে চিরতরে বিদায় জানান ইলন মাস্ক। প্রতিষ্ঠানটি ৪৪ বিলিয়ন ডলারে কেনার পর থেকেই নানা ইস্যুতে আলোচনায় রয়েছেন তিনি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply